লোকসভা নির্বাচনে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে না পারার অভিযোগে বর্ধমানে বিক্ষোভ দেখালেন মাইক্রো অবজারভাররা। বর্ধমানে ইউনিভার্সিটি ইনস্টিটিউট অফ টেকনোলজির ডিসিআরসিতে রিলিজ নিতে এসে ভোট দিতে না পারার পাশাপাশি হয়রানির অভিযোগ তুলে বিক্ষোভে সামিল হন মাইক্রো অবজারভাররা।
ভোটের ডিউটিতে থাকার কারণে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে ইডিসি বা পোস্টাল ব্যালটের জন্য ফর্ম ফিল-আপ করেও তাঁরা ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি বলে অভিযোগ। তাঁদের অভিযোগ, ভোটের পর সোমবার রিলিজ না করে মঙ্গলবার সকালে বর্ধমানে রিলিজ নিতে যাওয়ার নির্দেশ দেওয়া হয় তাঁদের। সাড়ে এগারোটা পর্যন্ত আধিকারিকদের দেখা না পেয়ে ক্ষোভে ফেটে পড়েন তাঁরা। অনেকে ট্রেনিং বা ভোটে ডিউটির টাকা পাননি বলেও অভিযোগ করেন।
Like Us On Facebook