সংগৃহীত ছবি

পড়ুয়াদের স্কুল ক্যাম্পাসে ও স্কুল বাসে নিরাপত্তা চেয়ে জেলাশাসকের দ্বারস্থ হলেন অবিভাবকরা। গত শুক্রবার পূর্ব বর্ধমানের মেমারির একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুল ক্যাম্পাসের বাইরে দুটি স্কুল বাসের মধ্যে সংঘর্ষ হয়। দুর্ঘটনায় জখম হয় ৩৫ জন পড়ুয়া। দুটি বাসের সংঘর্ষের সময় বাসের জানালায় রড না থাকায় জানালা গলে সপ্তম শ্রেণির এক ছাত্র বাইরে পড়ে গুরুতর আহত হয়। আহত পড়ুয়াদের মেমারি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর জখম ওই ছাত্রকে বর্ধমান হাসপাতালে স্থানান্তরিত করা হয়। দুর্ঘটনার পর বাস পরিষেবা নিয়ে চরম ক্ষোভ উগড়ে দেন অবিভাবকরা। স্কুল বাসগুলির জানালার রড নেই। অভিযোগ বাচ্ছাদের নিয়ে বেপরোয়া ভাবে বাসগুলি যাতায়াত করে। মাঝে মধ্যেই ছোট বড় দুর্ঘটনা ঘটছে। তবুও হেলদোল নেই স্কুল কর্তৃপক্ষের। সোমবার অবিভাবকদের চার সদস্যের একটি দল জেলাশাসককে গোটা বিষয়টি লিখিত ভাবে জানান। পাশাপাশি তাঁরা বাচ্ছাদের নিরাপত্তার দাবি জানান জেলাশাসকের কাছে।

এদিকে দুটি স্কুল বাসের সংঘর্ষে ৩৫ জন পড়ুয়া আহত হওয়ার পর পূর্ব বর্ধমান জেলা পরিবহণ দফতর ও পুলিশ স্কুল বাস ও পুলকারের ফিটনেস পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। পুলিশ ও পরিবহণ দফতরের দল গঠন করে জেলার বিভিন্ন স্কুলের স্কুল বাস পুলকারগুলির ফিটনেস পরীক্ষা করা হবে। কোন অনিয়ম ধরা পড়লে কড়া ব্যবস্থা নেওয়া হবে। পড়ুয়াদের নিরাপত্তার কথা মাথায় রেখে কেবলমাত্র প্রশিক্ষণ প্রাপ্ত চালকদেরই স্কুল বাস ও পুলকার চালানোর অনুমতি দেওয়া হবে বলে জানা গেছে।

Like Us On Facebook