সরকার গ্রামীণ মানুষের উন্নয়নের জন্য এগিয়ে এসেছে। স্বনির্ভর গোষ্ঠীদের লোন দিতে এগিয়ে এসেছে ব্যাঙ্কও। কিন্তু দেখা যাচ্ছে স্বনির্ভর গোষ্ঠীরা কমিশনের লোভে ব্যবসাদারদের কাছ থেকে মাল নিয়ে সরবরাহ করছে। আবার কেউ কেউ ব্যাঙ্ক থেকে নেওয়া লোন গোষ্ঠীর সদস্যদের মধ্যে ভাগ করে সেই টাকা সুদে খাটাচ্ছেন। দয়া করে এগুলো করবেন না – মঙ্গলবার বর্ধমান টাউন হলে গ্রামীণ ব্যাঙ্কের মেগা ঋণ প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে একথা বললেন রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্প দফতরের মন্ত্রী স্বপন দেবনাথ।

এদিন পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাঙ্কের ঋণদান কর্মসূচির প্রশংসা করেও স্বপন দেবনাথ আবেদন রাখেন, কেবলমাত্র স্বনির্ভর গোষ্ঠীকে ঋণ প্রদানই নয়। তারই পাশাপাশি গোষ্ঠীর সদস্যদের ছেলে-মেয়েদের লেখাপড়া করার জন্য এডুকেশন লোন দেওয়ারও আবেদন রাখেন স্বপনবাবু। এদিন এই অনুষ্ঠানে রাজ্যের কৃষিমন্ত্রী আশীষ বন্দ্যোপাধ্যায়ও উপস্থিত ছিলেন। জানা গেছে, চলতি নভেম্বর মাসের ১৯ তারিখ পর্যন্ত গ্রামীণ ব্যাঙ্ক পূর্ব বর্ধমান জেলায় প্রায় ৬২ কোটি টাকা লোন দিয়েছে বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীদের।

Like Us On Facebook