চলতি খরিফ মরশুমে দামোদরে জল ছাড়া নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হল বর্ধমান সার্কিট হাউসে। বর্ধমান বিভাগের কমিশনার হরি রামালুর পৌরহিত্যে হয় এই বৈঠক। আগামী ২৩ জুলাই থেকে জল ছাড়া হবে প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৩১ অক্টোবর পযন্ত জল সরবরাহ করা হবে। এই সময়ে কোন নদীর গতিপথে বাধা তৈরি করা যাবে না। বালি তোলা সম্পূর্ণ নিষিদ্ধ। তাছাড়া বন‍্যা মোকাবিলা নিয়েও প্রশাসন সতর্ক রয়েছে বলে জানান তিনি।

বুধবার বর্ধমান সার্কিট হাউসে পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের আধিকারিকদের নিয়ে হয় এই বৈঠক। ডিভিস’র জল ছাড়া সহ বৈঠকে দামোদরের বিভিন্ন জায়গা থেকে অবৈধভাবে বালি তোলার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। এছাড়াও দামোদরের ভাঙন সহ নদীর উপর অবৈধ বাঁধ দেওয়া নিয়ে ব্যবস্থা নেওয়ার বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। বর্ষায় দামোদরের তীরবর্তী বন্যা প্রবণ এলাকাগুলির উপর নজর রাখার বিষয়ে নির্দেশ দিয়েছেন ডিভিশনাল কমিশনার হরি রামালু।

Like Us On Facebook