ডেঙ্গু নিয়ে বৈঠকে বসল পূর্ব বর্ধমান জেলা পরিষদ। সোমবার জেলা পরিষদের সভাকক্ষে জেলা সভাধিপতি দেবু টুডুর নেতৃত্বে বৈঠক হয় জনস্বাস্থ্য স্থায়ী কমিটির। বৈঠকে মশাবাহিত রোগ ও মশার বংশবৃদ্ধি আটকাতে বিভিন্ন পরিকল্পনা ঠিকমতো রূপায়িত হচ্ছে কিনা সে বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি ডেঙ্গু সচেতনতা ও এলাকায় আর্বজনা, জমা জল, লার্ভা নিধনে স্প্রে ঠিকমতো হচ্ছে কিনা সে বিষয়েও আলোচনা হয়। উপস্থিত ছিলেন জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ গার্গী নাহা সহ দপ্তরের আধিকারিকরা। জেলা সভাধিপতি দেবু টুডু জানান এখনও পর্যন্ত জেলায় ২৪৪ জনের ডেঙ্গি ধরা পরেছে। সবচেয়ে বেশী হয়েছে পুর্বস্থলি ১ এলাকায়। এছাড়াও বর্ধমান শহর, পুর্বস্থলি ২, কালনা ১, কেতুগ্রাম ১ ও ২ ব্লকে বেশ কয়েকজনের ডেঙ্গি ধরা পড়েছে। ইতিমধ্যেই ব্লক স্বাস্থ্য দপ্তর ও জনপ্রতিনিধিরা বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালাচ্ছেন ও এলাকায় এলাকায় নোংরা আর্বজনা পরিস্কার, স্প্রে, ফগিং ইত্যাদি করা হচ্ছে।