রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ডি-লিট দেওয়া নিয়ে তীব্র কটাক্ষ করলেন সিপিএম নেতা তথা রায়গঞ্জের সাংসদ মহম্মদ সেলিম। তিনি বলেন, মুখ্যমন্ত্রীকে ডি-লিট দিলে মুখ্যমন্ত্রীর মান বাড়বে। কিন্তু দেড়শো বছরের পুরানো কলকাতা বিশ্ববিদ্যালয়ের মান থাকবে না।

রবিবার পূর্ব বর্ধমানের গুসকরায় ২১ তম ডিওয়াইএফআইয়ের জেলা সম্মেলনের প্রকাশ্য সভায় উপস্থিত ছিলেন মহম্মদ সেলিম। বীরভৃমের তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল সম্পর্কেও মুখ্যমন্ত্রীকে এক হাত নেন তিনি। গোটা রাজ্যে বালি, পাথর মাফিয়াদের সিণ্ডিকেট চলছে। তাদের এখন সব কিছুতেই কন্ট্রোল। তবে এই সব গুণ্ডাদের সাধারণ মানুষ ছাড়বে না। তাই পুলিশকে দিয়ে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে। ভয় দেখানো হচ্ছে। অন্যদিকে রাজ্যে ডেঙ্গু নিয়েও রাজ্য সরকারের সমালোচনা করেন সিপিএম নেতা মহম্মদ সেলিম।

Like Us On Facebook