ট্রামে চড়ে প্রিয় শিল্পীর স্মরণে সুরের সফর। শনিবার বিখ্যাত সঙ্গীত শিল্পী মহম্মদ রফির জন্মদিনে তাঁর কয়েকজন ভক্ত একটা আস্ত ট্রাম ভাড়া করে তাঁর গানের পরশ ছড়িয়ে দিলেন। ট্রাম যেখানেই থামল সুর আর সংক্ষিপ্ত আলোচনায় রফির কথা তুলে ধরলেন তাঁর ভক্তরা।
ঠাকুরপুকুর এলাকার বাসিন্দা মহম্মদ নিজাম পেশায় ট্রাম কোম্পানির চাকুরে হলেও গান তাঁর নেশা। মহম্মদ রফির জন্মদিনে নিজের পকেটের কড়ি খরচ করে আস্ত ট্রাম ভাড়া করে শনিবার ধর্মতলা থেকে সুসজ্জিত ট্রামে চড়ে কলকাতার রাস্তা পরিক্রমা করেন। সঙ্গে ছিলেন শিল্পী পিয়ালি বন্দ্যোপাধ্যায় ও আব্দুল সালাম। অন্যদিকে মহম্মদ রফির জন্মদিনে বর্ধমানে মহম্মদ রফি ফ্যান ক্লাবের উদ্যোগে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।