আসানসোলের কুলটি থানার পুলিশ এক মাওবাদী জোনাল কম্যন্ডার ও তার এক সঙ্গীকে গ্রেফতার করল। ধৃতদের নাম জিতেন্দ্র সিং ওরফে টাইগার ( মাওবাদী) ও হরেরাম পাসোয়ান। স্বাধীনতা দিবসের প্রাক্কালে সতর্কতা হিসাবে নাকা চেকিংয়ের সময় বাংলা-ঝাড়খণ্ড সীমান্তের বরাকর থেকে তাঁদের গ্রেফতার করে কুলটি থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর, ধৃত জিতেন্দ্র ওরফে টাইগার বিহারের ঔরঙ্গাবাদের বাসিন্দা। তিনি একজন মাওবাদী জোনাল কম্যান্ডার। তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা ও নাশকতা সহ বিহারে প্রচুর কেস রয়েছে। ২০০৫ সালে জেহানাবাদের জেলভাঙা কেসের অন্যতম অভিযুক্ত এই জিতেন্দ্র সিংহ। জিতেন্দ্রর সঙ্গী ধৃত হরেরাম পাসোয়ান বিহারের সাসারামের বাসিন্দা। তাঁদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি পিস্তল ও কয়েক রাউন্ড গুলি। কি কারণে তাঁরা রাজ্যে এসেছিল তা খতিয়ে দেখছে পুলিশ।
Like Us On Facebook