‘বিজেপির পতাকা লাগানো যাবে না, বিজয় মিছিল করা যাবে না, এই কাজ যারা করবে তাদের মেরে লাশ গায়েব করা হবে’- জয় বাংলা। মাওবাদী কায়দায় খুনের হুমকি দিয়ে বিজেপি কর্মী সমর্থকদের বাড়ির সামনে পোস্টার পড়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল বর্ধমান শহরের রথতলা পদ্মপুকুর এলাকায়। আতঙ্কিত বিজেপি কর্মীরা। পোস্টার পড়েছে বিজেপির পূর্ব বর্ধমান জেলা ৩ নং নগর মন্ডলের সাধারণ সম্পাদক প্রশান্ত রায় সহ আরও দুই বিজেপি কর্মীর বাড়ির সামনে।
বিজেপির অভিযোগ, শুক্রবার এলাকায় বিজয় মিছিল ছিল। শাসকদলের চাপে প্রশাসন বাধ্য হয়ে বিজয় মিছিল স্থগিত করেছে। এলাকায় শাসক দলের পায়ের তলার মাটি সরে যাওয়ায়, বিরোধী দলকে দমিয়ে রাখার জন্য হুমকি পোস্টার সাঁটিয়েছে। রাতের অন্ধকারে শাসকদল তৃণমূল এই ধরণের ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ বিজেপির। অভিযোগ অস্বীকার করে তৃণমুলের দাবি, বিজেপি নিজে লিখে, নিজেরাই পোস্টার সাঁটিয়ে মানুষকে বিভ্রান্ত করছে। তদন্ত শুরু করেছে বর্ধমান থানার পুলিশ।
বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?