বাঁকুড়ার মেজিয়া থানার এসবিআই ব্যাঙ্কের ব্যাঙ্ক মিত্র শিল্পা আগরওয়ালের খুনের মামলায় মূল অভিযুক্ত মেজিয়া এসবিআই শাখার ম্যানেজার রাজীব কুমারের স্ত্রী মনীষা কুমারকে নিয়ে এবার রাঁচি যাত্রার টিকিটের সন্ধানে পুলিশ রুপালি অ্যাপার্টমেন্টে এল সোমবার দুপুরে।
পুলিশ সূত্রে জানা গেছে, মনীষার দাবি শিল্পা খুনের দিন ১০ ফেব্রুয়ারি তিনি রাঁচিতে তাঁর বাপের বাড়িতে ছিলেন। পুলিশ মনীষার দাবি নিয়ে নিশ্চিত হতে গন্তব্যের যাত্রাপথের টিকিট দেখতে চায়। সেই টিকিটের সুলুক সন্ধানে সোমবার এসবিআই ব্যাঙ্কের দুর্গাপুরের ফুলঝোড় শাখার ম্যানেজার তথা শিল্পা খুনে মূল অভিযুক্ত রাজীব কুমারের স্ত্রী মনীষা কুমারকে নিয়ে রুপালি অ্যাপার্টমেন্টে আসে পুলিশ।
সূত্র মারফৎ জানা গেছে, পুলিশ এদিন রাজীবের মত মনীষাকেও শিল্পার দেহ রাজীব ব্যাগ বন্দি করার সময় মনীষা কিকি করেছিলেন, তাঁর ভূমিকার পুনর্নির্মাণ ক্যামেরাবন্দী করে তদন্তকারী পুলিশ আধিকারিকরা। এরপরেই মনিষাকে নিয়ে পুলিশ থানার উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে, রুপালি অ্যাপার্টমেন্টের বাসিন্দারা এখনও আতঙ্কে রয়েছেন। বাসিন্দারা জানান, একটু শান্তির জন্য বহু টাকা দিয়ে দুর্গাপুরের অন্যতম অভিজাত রুপালি অ্যাপার্টমেন্টে ফ্ল্যাট কিনেছিলাম। এই খুনের ঘটনার পর আমাদের ছেলে-মেয়েদের নিয়ে এখন আতঙ্কে রয়েছি আমরা। ১০ ফেব্রুয়ারি রাতে একজন ব্যাঙ্ক ম্যানেজার যে ভাবে আমাদের ফ্লাটে একজন মহিলকে ডেকে এনে নির্মমভাবে খুন করেছে সে কথা মনে এলে রাতের ঘুম উড়ে যাচ্ছে আমাদের। এবং সেই মৃতদেহের সঙ্গে স্বাভাবিকভাবে তিন দিন ফ্ল্যাটে বাস করেছে ও অফিস করেছে। সর্বপরি পুলিশকে ধোঁকা দিতে সেই মহিলার দেহ লোপাটের চেষ্টায় ব্যাগবন্দি করে নিজের রুমের বাইরে বের করে দিয়ে ফ্ল্যাটের অন্য জায়গায় ব্যাগটিকে রেখে আসে। সেই সব রোমহর্ষক বিষয় মনে এলেই রাতের ঘুম উড়ে যাচ্ছে আমাদের।