বর্ধমান মিউনিসিপ্যাল হাইস্কুলের পরিচালন সমিতি ভেঙে দিয়ে প্রশাসক বসালো শিক্ষা দফতর। রাজ্য উচ্চশিক্ষা দফতর থেকে স্কুলের প্রধান শিক্ষকের কাছে একটি নির্দেশিকা পাঠিয়ে পরিচালন সমিতি ভেঙে দেওয়ার কথা জানানো হয়েছে। শনিবার থেকে পরিচালন সমিতির দায়িত্ব সামলাবেন শিক্ষামন্ত্রীর ওএসডি।
উচ্চশিক্ষা দফতর থেকে যে চিঠি পাঠানো হয়েছে সেখানে জানানো হয়েছে স্কুলের পরিচালন সমিতি সঠিকভাবে এবং কার্যকরীভাবে চলছে না তাই স্কুলের পরিচালন সমিতি ভেঙে প্রশাসককে দায়িত্ব দেওয়া হল। গত ১৯ সেপ্টেম্বর স্কুলের নতুন পরিচালন সমিতি গঠিত হয়েছিল। সভাপতি নির্বাচিত হয়েছিলেন থাকহরি ঘোষ। বৃহস্পতিবার স্কুলের পরিচালন সমিতির বৈঠক চলাকালীনই উচ্চশিক্ষা দফতরের ডেপুটি সেক্রেটারির স্বাক্ষর করা চিঠি আসে। চিঠিতেই প্রশাসক হিসাবে উচ্চশিক্ষামন্ত্রীর অফিসার অন স্পেশাল ডিউটি (ওএসডি)কে প্রশাসক হিসাবে নিয়োগের কথা জানানো হয়। ম্যানেজিং কমিটি ভেঙে দেওয়ায় হতাশ কমিটির সভাপতি থাকহরি ঘোষ। সমস্ত কিছুই ঠিকঠাক চলছিল তা সত্ত্বেও কেন কমিটি ভেঙে দেওয়া হল তা নিয়ে অন্ধকারে থাকহরিবাবু।