পারিবারিক অশান্তির জেরে স্ত্রী ও এক মেয়েকে খুন করে থানায় আত্মসমর্পণ করলেন এক গৃহশিক্ষক। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে অন্ডাল থানার মাধবপুর ১১ নং ইসিএল কলোনিতে। স্থানীয় সূত্রে জানা গেছে গৃহশিক্ষক তপন রুইদাসের সঙ্গে তাঁর স্ত্রী পদ্মা রুইদাসের প্রায়ই ঝগড়া হতো তপনবাবুর স্বল্প রোজগারে সংসার চালানো নিয়ে। তপনবাবুর দুই মেয়ে পায়েল ও পাপিয়া। এক মেয়ে কলসেন্টারে চাকরি করে আর এক মেয়ে পড়াশোনা করে।বুধবার রাতে একই ভাবে স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র ঝগড়া বেধে গেলে তপন রুইদাস ক্ষিপ্ত হয়ে স্ত্রী ও এক মেয়েকে হাতুড়ি ও ছুরি দিয়ে খুন করেন। বৃহস্পতিবার ভোর হতেই স্নান ও পুজো সেরে অন্ডাল থানায় আত্মসমর্পণ করে নিজের কুকর্মের কথা কবুল করেন তপনবাবু। স্ত্রী ও মেয়েকে হত্যার কারণ হিসাবে তপনবাবু তাঁর স্বল্প রোজগার এবং স্ত্রী ও মেয়ের বেহিসেবি জীবন যাপনকেই দায়ি করেন। এই ঘটনায় বৃহস্পতিবার অন্ডাল থানার পুলিশ স্ত্রী ও মেয়ের হত্যাকারী তপন রুইদাসকে গ্রেফতার করে। এদিন দুর্গাপুর আদালতে তপনবাবুকে তোলার সময় তাঁর চোখে মুখে কোন আক্ষেপের ছাপ দেখা যায় নি।
Like Us On Facebook