চকোলেট ও বিস্কুট দেওয়ার প্রলোভন দেখিয়ে নাবালিকাকে নিজের বাড়িতে ডেকে নিয়ে গিয়ে যৌন নিপীড়নের অভিযোগে পুলিশ গ্রেফতার করল এক ব্যক্তিকে। ঘটনাটি বর্ধমান শহরের বাহির সর্বমঙ্গলা পাড়ার পাঞ্জাবী পাড়া এলাকার। ধৃত ব্যক্তির নাম লালা খটিক।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, লালা খটিক পেশায় কাঠ মিস্ত্রি। সে বিবাহিত এবং তার তিনটি কন্যা সন্তান আছে। বুধবার সন্ধ্যায় বাড়িতে কেউ না থাকায় লালা তার প্রতিবেশী এক নাবালিকাকে চকোলেট ও বিস্কুট দেওয়ার নাম করে নিজের ঘরে নিয়ে আসে। এরপর অভিযুক্ত লালা ওই বালিকার উপর যৌন নির্যাতন চালায় বলে অভিযোগ। পরেরদিন সকালে ওই নাবালিকা তার মাকে ঘটনার কাথা জানালে অভিযুক্ত ব্যক্তিকে স্থানীয়রা ধরে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেন। অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নাবালিকার পরিবার।
Like Us On Facebook