জমিজায়গা ও গাড়ি সংক্রান্ত ব্যাপারে প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে গণধোলাই। ঘটনাকে কেন্দ্র করে ব্যপক চাঞ্চল্য বর্ধমান শহরের অনিতা সিনেমা লেন সংলগ্ন একটি লজে। অভিযুক্ত ব্যক্তিকে গণধোলাই দিয়ে প্রতারিতরা তুলে নিয়ে যায় বলে অভিযোগ। অভিযুক্ত ব্যক্তির পরিচয় জানা যায় নি।
প্রতারিতদের অভিযোগ, তাঁদের কাছ থেকে জমি ও গাড়ি কিনে দেওয়ার নাম করে কয়েক লক্ষ টাকা নিয়ে পালিয়ে আসে অভিযুক্ত। বিভিন্ন জায়গায় খোঁজ করার পর তার সন্ধান মেলে বর্ধমানের এই লজে। তারপরেই টাকা ফেরত চাওয়া হলে দিতে অস্বীকার করায় মারধর করা হয় তাকে। এর পূর্বেও ওই ব্যক্তির বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে বলে প্রতারিতদের দাবি। তাকে মারধর করতে করতে নিয়ে আসা হয় কার্জনগেট চত্বরে। সেখান থেকেই তাকে গাড়িতে করে তুলে নিয়ে চলে যায় প্রতারিতরা।
Like Us On Facebook