অনলাইন অ্যাপে আর্থিক বিনিয়োগের মাধ্যমে প্রচুর টাকা লাভের প্রলোভন দিয়ে প্রতারণার অভিযোগে বর্ধমান শহরের কালনাগেট, ভদ্রপল্লি থেকে এক যুবককে গ্রেফতার করল বর্ধমান থানার পুলিশ। ধৃতের নাম সৌমেন সোম ওরফে রঞ্জু। সৌমেনের বাড়ি শক্তিগড়ের সড্ড্যা গ্রামে হলেও বর্তমানে তিনি কালনাগেটের ভদ্রপল্লিতে বসবাস করতেন।
পুলিশ সূত্রে জানা গেছে, বর্ধমান শহরের খালুইবিল মাঠ এলাকার সুমিত শর্মা নামে এক বাসিন্দা গত ৮ সেপ্টেম্বর এই বিষয়ে একটি অভিযোগ করেন।অভিযোগে সুমিত শর্মা জানান, তিনি গত ৩১ শে আগস্ট “Bit Quant Deep” নামে একটি অনলাইন অ্যাপে ৬ হাজার টাকা দিয়ে জয়েন করেন যার অ্যাডমিন ছিলেন সৌমেন সোম। পরবর্তীতে সৌমেন সুমিতকে কোম্পানীর আরও বেশ কিছু স্কীমে ইনভেস্ট করার প্রলোভন দেয়। সেই মতো কাজ করার পর সুমিত প্রায় ৩০ হাজার টাকা পুরস্কার হিসাবে জেতে। অভিযোগ এই পুরস্কার মুল্য দাবি করতেই সৌমেন সুমিতকে হুমকি দেয়। এমনকি তাঁকে খুন করে দেওয়ার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। এরপরই সুমিত শর্মা সমস্ত বিষয়টি জানিয়ে বর্ধমান থানার দ্বারস্থ হন। তদন্তে নেমে পুলিশ শনিবার সৌমেন সোমকে গ্রেফতার করে। শুধু সুমিত শর্মা নয়, একইভাবে এই অনলাইন অ্যাপের মাধ্যমে আরও প্রায় ২০ জন প্রতারিত হয়েছেন বলে পুলিশ সূত্রে জানা গেছে। এই অনলাইন অ্যাপের সাথে আর কারা কারা জড়িত, কতদূর বিস্তৃত এই চক্রের জাল তা জানতে ধৃত সৌমেনকে ৭ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে শনিবারই তাঁকে বর্ধমান আদালতে তোলা হয়।