ফাইল চিত্র

সোমবার সন্ধ্যায় করোনা সন্দেহে এক ব্যক্তিকে বর্ধমান হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। জানা গেছে, বছর পঞ্চাশের ওই ব্যক্তি ১৬ মার্চ জ্বর, সর্দি ও কাশি নিয়ে পুনে থেকে বাড়ি ফেরেন। পুনেতে তিনি রাজমিস্ত্রীর কাজ করতেন। বাড়ি ফেরার পরই তিনি প্রথমে রামনগর হাসপাতালে যান ও পরে সেখান থেকে তাঁকে বননবগ্রাম হাসপাতালে নিয়ে আসা হয়। এরপর তাঁকে সেখান থেকে বর্ধমান হাসপাতালে নিয়ে আসা হয়। আপাতত তাঁকে আইসোলেশনে রাখা হয়েছে।

প্রাথমিকভাবে চিকিৎসকদের অনুমান, ওই ব্যক্তি সাধারণ ভাইরাল ফিভারে আক্রান্ত হয়েছেন। সতর্কতা হিসাবে তাঁকে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। বর্ধমান হাসপাতালের ডেপুটি সুপার অমিতাভ সাহা জানিয়েছেন, আউশগ্রাম থেকে আসা ওই ব্যক্তিকে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকরা তাঁকে পরীক্ষার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

Like Us On Facebook