.
বৃহস্পতিবার বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতাজ সংঘমিতার সমর্থনে রোড-শো করলেন মন্ত্রী তথা জেলা পর্যবেক্ষক অরূপ বিশ্বাস। বর্ধমান ২ নং ব্লকের নবস্থা থেকে গঞ্জ পর্যন্ত হয় রোড-শো। রোড-শো ঘিরে বর্ধমান ২ নম্বর ব্লকের তৃণমূল কর্মীদের মধ্যে দেখা যায় ব্যাপক উৎসাহ। বর্ধমান ২ নং ব্লকের বিভিন্ন এলাকা থেকে তৃণমূল কর্মীরা এদিন রোড-শোতে সামিল হন। ধামসা, কাঁসর ইত্যাদি বাজিয়ে ও আদিবাসী নৃত্যের তালে তাল মিলিয়ে প্রচারে ঝড় তোলেন অরূপ বিশ্বাস, মমতাজ সংঘমিতারা। এদিন অরূপ বিশ্বাস ধামসা বাজান এবং প্রার্থী মমতাজ সংঘমিতা আদিবাসী রমণীদের সঙ্গে নাচে পা মেলালেন।
বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?
Like Us On Facebook