সোমবার বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের দলীয় প্রার্থী মমতাজ সংঘমিতা ও বর্ধমান পূর্ব কেন্দ্রের প্রার্থী সুনীল মন্ডলের সমর্থনে পূর্ব বর্ধমান জেলায় তিনটি জনসভায় করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম সভাটি করেন পূর্বস্থলীর জামালপুরে। দ্বিতীয় সভাটি করেন বর্ধমানের দেওয়ানদিঘিতে এবং তৃতীয় সভাটি করেন রায়নার সেহারাবাজারে। তিনটি সভাতেই মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন কার্যত আক্রমণাত্মক।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, মোদিবাবু বলছে এনআরসি করব। আজ আবার বলছে সারা ভারতে করবে। মোদি বলছে আমরা দুর্গা পুজা করতে দিইনি। মিথ্যা কথা। সারা বাংলা জুড়ে সকলে দুর্গাপুজো পালন করেন। মোদি বাবু বাংলা সংস্কৃতি জানেন না। শুধু নোট বাতিল করতে জানেন, তাই এবার ভোটে মোদী বাতিল। খালি মিথ্যা কথা বলে। বসন্তের কোকিলের মত হঠাৎ এসে বলবে ভোট দাও, ভোট দাও, ভোট দাও। একদম ভোট হবে না, ৩৬৫ দিন যারা থাকে তারাই ভোট পাবে।’

আলুওয়ালিয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘যিনি দার্জিলিংয়ে দাঙ্গা লাগিয়েছেন, তিনি প্রার্থী হয়েছেন, তাকে একটিও ভোট নয়। ওকে ভোট দিলে বাংলা ভাগ করে দেবে। যে লোকটা পাহাড়কে ভাগ করতে চেয়েছিল, যে লোকটা আজ আপনাদের সামনে ভোট চাইতে আসছে, দার্জিলিং থেকে পালিয়ে এসে ভাবছে বর্ধমান দখল করি। বর্ধমানে, বাংলায় আগুন লাগাতে দেব না।’ যাদের ২-৩ দিনের প্রাকৃতিক বিপর্যয়ে ফসল নষ্ট হয়েছে তাঁদের উদ্দেশ্য মুখ্যমন্ত্রী বলেন, ‘চিন্তা করবেন না, প্রশাসন চাষের জন্য সার্ভে করবে। প্রতিবার যেমন সাহায্য করা হয়, নির্বাচন বলে এ কাজে কোন ঢিলেমি হবে না।এবারেও করা হবে।’

বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?

Like Us On Facebook