মঙ্গলবার বর্ধমানের মাটি উৎসব প্রাঙ্গণ থেকে মুখ্যমন্ত্রী রাজ্যবাসীর জন্য একগুচ্ছ প্রকল্প উপহার দিলেন। রাজ্যের ৫ লক্ষ গৃহহীন মানুষের জন্য বাংলা আবাস যোজনা, গ্রামীণ এলাকায় গোটা রাজ্য জুড়ে একইদিনে একগুচ্ছ রাস্তা, ৩৪ নম্বর জাতীয় সড়কের পাশাপাশি নর্থ সাউথ করিডর নামের হলদিয়ার মেছোগ্রাম থেকে মুর্শিদাবাদের মোরগ্রাম পর্যন্ত এক্সপ্রেসওয়ের জন্য ৩ হাজার কোটি টাকা বরাদ্দের কথা এদিন জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।
মঙ্গলবার বর্ধমান জেলা কৃষি খামারের মাটি তীর্থ কৃষি কথার প্রাঙ্গণে ষষ্ঠ মাটি উৎসবের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। তাঁর সঙ্গে হাজির ছিলেন রাজ্যের কৃষিমন্ত্রী আশীষ বন্দ্যোপাধ্যায়, শ্রমমন্ত্রী মলয় ঘটক, প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ, মুখ্যমন্ত্রীর কৃষি উপদেষ্টা প্রদীপ মজুমদার, জেলার সমস্ত বিধায়ক, পুরপিতা সহ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিমাই সাহা প্রমুখরাও।
এদিন মুখ্যমন্ত্রী পূর্ব বর্ধমান জেলার ৭২টি প্রকল্পের শিলান্যাস এবং ১৫টি প্রকল্পের উদ্বোধন করেন। ১০৪ জনকে কৃষক সম্মান দেন তিনি। এদিন রাজনৈতিক কোন বক্তব্যের মধ্যে না গিয়েও তিনি আগামী পঞ্চায়েত নির্বাচনকে মাথায় রেখেই রাজ্যবাসীর জন্য একাধিক প্রকল্পের ঘোষণা করেন। তিনি বলেন, আগামী ২৯ জানুয়ারী কলকাতার নেতাজী ইণ্ডোর স্টেডিয়াম থেকে বাংলার ৫ লক্ষ মানুষকে বাংলা আবাস যোজনার বাড়ি প্রদান অনুষ্ঠানের সূচনা করবেন। একইদিনে প্রতিটি জেলায় জেলায় এই অনুষ্ঠান হবে। ওইদিনই ৫ লক্ষ গৃহহীন মানুষই হাতে এই প্রকল্পের কাগজপত্র পাবেন। তবে উত্তর ২৪ পরগণা ও হাওড়া জেলায় ভোট থাকায় এই অনুষ্ঠানে এই দুই জেলাকে বাদ রাখা হয়েছে। এই দুই জেলার অনুষ্ঠান হবে ৪ ফেব্রুয়ারি।
এদিন রাজ্য সরকারের একাধিক উন্নয়নের খতিয়ান তুলে ধরে তিনি বলেন, এর আগে একদিনে গোটা রাজ্যের ৭ হাজার রাস্তা তৈরি করা হয়েছে। আবার সেই প্রকল্প নেওয়া হয়েছে। রাজ্যের গ্রামীণ এলাকার জন্য আবার একইভাবে রাস্তা তৈরির পরিকল্পনা তৈরি হচ্ছে। খুব শীঘ্রই তা করা হবে। তিনি এদিন বলেন, বর্ধমান, হাওড়া, হুগলী, বাঁকুড়া জেলায় সেচের জল এবং প্রতিবছরই বন্যাজনিত কারণে সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি রোধে ২ হাজার ৭৬৮ কোটি টাকা দেওয়া হয়েছে। বন্যা রোধের জন্য একাধিক জায়গায় স্লুইস গেট বসানো হবে। এর ফলে চার জেলার প্রায় ৩০ লক্ষ মানুষ উপকৃত হবেন।
পূর্ব বর্ধমান জেলার প্রসূতি মায়েদের বিনা পয়সায় হাসপাতাল নিয়ে যাওয়ার জন্য ৩৮টি নিশ্চয় যান দেওয়ার কথাও ঘোষণা করেন তিনি। এদিন পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাকে নির্মল জেলা হিসাবেও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। পূর্ব বর্ধমান জেলার ৫৭টি কন্যাশ্রী ক্লাবের মেয়েরা গত ৫ মাসে ১১৬ টি বাল্যবিবাহ রোধ করায় এদিন তাদের উচ্ছ্বসিত প্রশংসা করে মুখ্যমন্ত্রী জেলা পুলিশকে নির্দেশ দেন তাদের পুরস্কৃত করার জন্য। ২১ লক্ষ হেক্টর জমিকে কিষাণ বীমার আওতায় নিয়ে আসা সহ কৃষি জমির খাজনা মুকুব করার কথাও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।