বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমুল প্রার্থী মমতাজ সংঘমিতার সর্মথনে বর্ধমান শহরে স্টেশন সংলগ্ন স্পন্দন কমপ্লেক্স থেকে পুলিশ লাইন পর্যন্ত প্রায় চার কিমি রোড-শো করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বিকেলে রোড-শোকে কেন্দ্র করে কার্যত জনজোয়ারে ভেসে যায় বর্ধমান শহরের জিটি রোড।
এদিন আট থেকে আশি সকলেই পা মেলান মিছিলে। স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই মিছিলে আগত কর্মী-সমর্থক ও সাধারণ মানুষদের দিকে এগিয়ে গিয়ে হাত মেলান মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেচ্ছা বিনিময় করেন। রাস্তার দুধারে অসংখ্য কর্মী-সমর্থকরা পুষ্প বৃষ্টি করতে থাকেন নেত্রীর উদ্দেশ্যে। সোমবারই বর্ধমানে জনসভা করেছিলেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার রোড-শোয়ের মাধ্যমে প্রচারে ঝড় তুলে দিয়ে যান অভিনেতা দেব। সেই রেশ ধরেই আজকের রোড-শো জনসমুদ্রে পরিণত হয়। মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও মিছিলে পা মেলান মন্ত্রী অরূপ বিশ্বাস, স্বপন দেবনাথ, প্রার্থী মমতাজ সংঘমিতা, বর্ধমান দক্ষিণের বিধায়ক রবিরঞ্জন চট্টোপাধ্যায় সহ অন্যান্যরা।
বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?