প্রথাগত শিক্ষায় শিক্ষিত ছেলেমেয়েদের মধ্যে সাধারণ জ্ঞানের অভাবকে লক্ষ্য করে তাদের জন্য এক অভিনব উদ্যোগ নিল পূর্ব বর্ধমান জেলা প্রশাসন ও জেলা সর্বশিক্ষা দপ্তর। এখন থেকে জেলার প্রতিটি স্কুলে পড়ানো হবে সাধারণ জ্ঞানের বইপত্র এবং ছোটদের উপযোগী নানান পত্রপত্রিকা। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে সোমবার জেলা প্রশাসনের পক্ষ থেকে বর্ধমান সদর উত্তর ও দক্ষিণ মহকুমা এবং কালনা ও কাটোয়া মহকুমার কন্যাশ্রী ক্লাবের নোডাল শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে এক বৈঠকের আয়োজন করা হয়।
এ প্রসঙ্গে জেলা সর্বশিক্ষা প্রকল্প আধিকারিক শারদ্বতি চৌধুরী জানান, স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে ধারাবাহিক শিক্ষার পাশাপাশি তাদের সাধারণ জ্ঞান বাড়াতে ছাত্রছাত্রীদের উপযোগী বিভিন্ন ম্যাগাজিন, সাময়িক পত্রপত্রিকা বা সাধারণ জ্ঞান বৃদ্ধি সহায়ক বিভিন্ন বইপত্র পড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানান, ধারাবাহিক শিক্ষার ক্ষেত্রে ছাত্রছাত্রীরা ভাল ফল করলেও ক্যুইজ বা তাৎক্ষণিক বক্তৃতার সময় অনেক সময়ই তাদের জ্ঞানের অভাব ধরা পড়ে। তাছাড়া ভবিষ্যতে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য সাধারণ জ্ঞানের যথেষ্ট প্রয়োজন আছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে সাধারণ জ্ঞানের বই পড়ানোর জন্য প্রতিটি স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের পরিকল্পনা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ছাত্র-ছাত্রীদের প্রতিভা তুলে ধরতে তাদের বিভিন্ন লেখালেখিও প্রকাশ করার কথা বলা হয়েছে স্কুলগুলিকে।