বুধবার থেকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে চালু হল ‘মা ক্যাণ্টিন’। এদিন এই ক্যাণ্টিনের উদ্বোধন করেন রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দফতরের মন্ত্রী তথা বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান স্বপন দেবনাথ। তিনি জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর স্বপ্নের এই প্রকল্প চালু করার চেষ্টা চলছিল বেশ কিছুদিন ধরে। মঙ্গলবার বর্ধমান পুরসভার সহায়তায় এই প্রকল্প চালু হল। স্বপনবাবু জানিয়েছেন, প্রতিদিন একবেলা ২২০ জনকে ৫ টাকার বিনিময়ে এই খাবার দেওয়া হবে। খাবারের মেনুতে থাকবে, ভাত, ডাল, ডিম এবং একটি তরকারি। তিনি জানিয়েছেন, আপাতত অস্থায়ী জায়গায় এটি শুরু হলেও হাসপাতালের ভিতরের পুকুরের সৌন্দর্য্যায়ন ঘটানোর পাশাপাশি সেখানে স্থায়ী ক্যান্টিন গড়ে তোলা হবে।

Like Us On Facebook