বর্ধমান শহরের শ্যমলাল এলাকার একটি মেস থেকে শনিবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের এক এম ফিল ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। মৃত ছাত্রীর নাম অনিতা বাওয়ালি (২৭)। পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের লোদনা গ্রামের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, অনিতা গত প্রায় তিন বছর ধরে শ্যামলাল এলাকার একটি মেসবাড়ির একটি ঘরে ভাড়া থাকতেন। তাঁর সঙ্গে একই ঘরে আরও দুই ছাত্রী থাকতেন। এদিন সকালে এক ছাত্রী বাড়ি চলে যান এবং অন্য একজন টিউশন পড়তে গিয়েছিলেন, সেই সময় তাঁদের রুমে আর কেউ না থাকার সুযোগে অনিতা সিলিং ফ্যানে ওড়নার ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন।
জানা গেছে, ওই মেসের মালিকের ছেলেকে টিউশন পড়াতেন অনিতা। এদিন সকাল ১০টা নাগদ অনিতা টিউশন পড়াতে না এলে বাড়ির এক মহিলা তাঁর রুমে দেখতে যান। দরজা ভেজানো থাকায় ওই মহিলা বাইরে থেকে ডাকাডাকি করে কোন সাড়া না পেয়ে দরজা খুলে অনিতাকে সিলিং ফ্যান থেকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তাঁর চিৎকারে বাড়ির লোকজন ছুটে আসেন এবং থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে যায়। ওই ঘর থেকে পুলিশ একটি সুইসাইড নোট পেয়েছে বলে জানা গেছে। মেধাবী ছাত্রী অনিতার আত্মঘাতী হওয়ার করণ বুঝে উঠতে পারছেননা পরিবারের লোকজন। তাঁরা ঘটনার পুলিশি তদন্তের দিকে তাকিয়ে আছেন।