ভালোবেসে রেজিস্ট্রী বিবাহের পরেও প্রেমিক সম্পর্ক মানতে না চাওয়ায় আত্মঘাতী প্রেমিকা। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় মেমারির বামুনিয়া গ্রামে। মৃতার নাম সাথী দে(২১)। মন্তেশ্বর কলেজে কলা বিভাগের প্রথম বর্ষের ছাত্রী ছিলেন। প্রেমিকের বাড়ির সামনে দেহ রেখে প্রেমিককে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ দেখান স্থানীয় মানুষজন। পরে পুলিশি আশ্বাসে বিক্ষোভ ওঠে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বামুনিয়া গ্রামেরই বাসিন্দা মেমারি থানার এক সিভিক ভলান্টিয়ারের সঙ্গে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে সাথীর। মৃতার পরিবারের অভিযোগ, গত দেড় বছর আগে আইনসম্মতভাবে সাথী বিয়ে করে গ্রামেরই বাসিন্দা পেশায় সিভিক ভলেন্টিয়ার রানা দেকে। ইদানিং সেই সম্পর্ক রানা মানতে চাইছিল না এবং আনুষ্ঠানিক বিয়েতেও রাজি হচ্ছিল না। উল্টে রানা সাথীর উপর মানসিক অত্যাচার চালাচ্ছিল বলে অভিযোগ পরিবারের। তার জেরেই গলায় দড়ি দিয়ে সাথী আত্মহত্যা করে বলে অভিযোগ। জানা গেছে, রানা দে’কে গ্রেফতার করে ঘটনার তদন্ত শুরু করেছে মেমারি থানার পুলিশ।
দুই বর্ধমান জেলার খবরে আপডেটেড থাকতে আপনার ফেসবুকে ‘See First’ অ্যাক্টিভেট করুন