সারা দেশে সাত দফায় হবে লোকসভা ভোট। ১১ এপ্রিল থেকে শুরু হচ্ছে লোকসভা নির্বাচন। চলবে ১৯ মে পর্যন্ত। রবিবার বিকেলে দিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠকে দেশের মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা লোকসভা ভোটের নির্ঘন্ট প্রকাশ করেন। আজ, রবিবার থেকেই লাগু হয়ে গেল নির্বাচনী আচরণবিধি।

এদিন পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব রাজ্যের কোন আসনে কবে ভোটগ্রহণ তা ঘোষণা করেন। সারা দেশের সঙ্গে পশ্চিমবঙ্গেও ৭ দফায় ভোট হবে। ১১, ১৮, ২৩, ২৯ এপ্রিল এবং ৬, ১২, ১৯ মে হবে ভোট। ২৩ মে হবে ফল ঘোষণা। চতুর্থ দফা অর্থাৎ ২৯ এপ্রিল ভোট হবে বর্ধমান পূর্ব, আসানসোল, বর্ধমান-দুর্গাপুর, বীরভূম, বোলপুর, বহরমপুর, কৃষ্ণনগর ও রানাঘাট কেন্দ্রে।

Like Us On Facebook