সাইকেলের পিছনে এক বাইকের ধাক্কাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সাত সকালে ধুন্ধুমার কান্ড ঘটে গেল অণ্ডালের ধূপচুরিয়ায় ২ নম্বর জাতীয় সড়কের উপর। স্থানীয় মানুষ সিভিক ভলান্টিয়ারদের উপর ক্ষুব্ধ হয়ে পুলিশ চেকপোস্ট ভাঙচুর করল। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় মানুষের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি হয়। পুলিশি ধরপাকড়ের ভয়ে ভাঙচুরকারীরা এলাকা ছেড়ে পালায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে ধূপচুরিয়া গ্রামের বাসিন্দা রবীন বাগদি সাইকেলে চড়ে যাওয়ার সময় হঠাৎ করে পিছন থেকে একটি মোটর বাইক এসে ধাক্কা দিয়ে পালিয়ে গেলে রবীন বাগদি রাস্তার ধারে পড়ে যান এবং তাঁর একটি পা ভেঙে যায়। প্রত‍্যক্ষদর্শীরা এই ঘটনা দেখে বাইক আরোহীকে ধরতে পিছু নেন। বাইক আরোহীকে ধরে বাইকটিকে স্থানীয়রা কেড়ে নিয়ে আসেন এলাকায়, কিন্তু স্থানীয় চেকপোস্টের সিভিক ভলান্টিয়াররা বাইকটিকে নিয়ে চেকপোস্টে রেখে দেয় বলে অভিযোগ স্থানীয় মানুষজনের। এতেই ক্ষিপ্ত হয়ে স্থানীয় মানুষ চেকপোস্টের উপর চড়াও হয়ে পুলিশি ইলেকট্রনিক্স যন্ত্রপাতি ভেঙে চুরমার করে দেয়। এরপরেই খবর পেয়ে অণ্ডাল থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে আসে। গোটা এলাকা থমথমে। পুলিশি তল্লাশির ভয়ে এলাকা ছেড়ে পালায় ভাঙচুরকারীরা।

স্থানীয় মানুষজনের অভিযোগ, গোটা ঘটনাটি ঘটেছে চেকপোস্টের সিভিক ভলান্টিয়ারদের সামনে। চোখের সামনে ঘটনাটি ঘটলেও সিভিক ভলান্টিয়াররা দুর্ঘটনার পর আহতকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যেতে কোন উদ্যোগ নিল না। অথচ বাইকটিকে ‌আমরা ধরে আনলাম, আর সিভিক ভলান্টিয়াররা নিয়ে চলে গেল। এদিকে পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পর অ্যাম্বুলেন্সে খবর দেওয় হয়, কিন্তু অ্যাম্বুলেন্স আসতে দেরি করায় মানুষজন ক্ষিপ্ত হয়ে চেক পোস্টে ভাঙচুর চালায়।


Like Us On Facebook