দীর্ঘদিন ধরেই বর্ধমান পৌরসভার কালনা রোডের আবর্জনা ফেলার ভ্যাট নিয়ে অভিযোগ উঠছিল। স্থানীয় মানুষদের অভিযোগ, ভ্যাট উপচে আবর্জনা চলে আসে বর্ধমান-কালনা রোডে ফলে মঙ্গলবার দুর্ঘটনার কবলে পড়ে এক স্কুল ছাত্র। গুরুতর জখম অবস্থায় তাকে বর্ধমান হাসপাতালে ভর্তি করা হয়। এরপরেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। উত্তেজিত বাসিন্দারা পথ অবরোধ শুরু করেন। মঙ্গলবার সকাল ১১ টা থেকে ১ টা পর্যন্ত প্রায় ২ ঘন্টা ধরে অবরুদ্ধ হয়ে পড়ে বর্ধমান-কালনা রোড। স্থানীয়দের দাবি বারংবার পৌরসভাকে জানানো হলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। ফলে নিত্যদিনই ঘটছে দূর্ঘটনা। তাছাড়াও দুর্গন্ধের ফলে অনেকেই অসুস্থ হয়ে পড়ছে। দ্রুত এই ভ্যাট সরাতে হবে নাহলে আরও ব্যপক আন্দোলন করা হবে বলে জানানো হয় তাদের পক্ষ থেকে। অবশেষে প্রায় দু’ঘন্টা পর পুলিশি আশ্বাসে ওঠে অবরোধ।
Like Us On Facebook