ইসিএল এলাকার বিভিন্ন রাস্তার বেহাল দশা এবং দ্রুতগতিতে ডাম্পার চলাচল করায় প্রায়ই পথ দুর্ঘটনা ঘটছে বলে দাবি এলাকার বাসিন্দাদের। স্থানীয় মানুষের অভিযোগ, ইসিএল কর্তৃপক্ষকে বার বার বলেও কোন সুরাহা হয়নি। সম্প্রতি সাউথ শ্যামলা কোলিয়ারি এলাকায় বেহাল রাস্তা সারাইয়ের দাবিতে স্থানীয়রা খনির পরিবহণ বন্ধ করে দিয়ে ইসিএলের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেছিলেন। রবিবার ঝাঁঝরা এলাকায় ডাম্পারের ধাক্কায় এক ব্যক্তি জখম হওয়ায় ফের ইসিএলের পরিবহণ বন্ধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয় মানুষজন।
জানা গেছে, রবিবার লাউদোহার ঝাঁঝরা এলাকার বাসিন্দা সঞ্জীব বাউরি কোলিয়ারির এমআইসি গেটের সামনে ডাম্পারের ধাক্কায় গুরুতর আহত হন। এরপরেই স্থানীয় মানুষ ক্ষোভে ফেটে পড়ে ঝাঁঝরা এলাকায় ইসিএলের পরিবহণ সম্পূর্ণভাবে বন্ধ করে দেন। মঙ্গলবার ইসিএলের পরিবহণ ফের চালু করতে স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা সুজিত মুখার্জী তৎপরতা শুরু করেন। মঙ্গলবার সকালে স্থানীয় মানুষদের বিষয়টির গুরুত্ব বুঝিয়ে প্রয়োজনীয় রাস্তা মেরামত এবং ডাম্পারের গতি নিয়ন্ত্রণ করার আশ্বাস দিলে অবরোধ তুলে নেন স্থানীয় মানুষজন। এরপর মঙ্গলবার সকাল থেকে ফের চালু হয় ঝাঁঝরা এলাকায় ইসিএলের পরিবহণ।