রথযাত্রা আর ঈদের উৎসবের মাঝে গত শনিবার থেকে প্রায় ৪টি এলাকা বিদ্যুৎহীন হয়ে থাকায় ক্ষুব্ধ গ্রামবাসীরা রাস্তা অবরোধে সামিল হলেন সোমবার সকালে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বিদ্যুৎ না থাকায় শুরু হয়েছে এই চারটি এলাকাতেই তীব্র পানীয় জল সংকটও। সোমবার ঈদের দিনে সকাল থেকেই বর্ধমান ১নং ব্লকের বিজয়রাম, মাঠপাড়া, হরিনারায়ণপুর, কুড়েপাড়ার প্রায় ৪০০ মানুষ সকাল ১০টা থেকে প্রায় ৩ ঘণ্টা বর্ধমান কাটোয়া রোডের বিজয়রাম এলাকায় রাস্তা অবরোধ করেন। এলাকার বাসিন্দা মহাদেব ঘোষ, সুকুমার মেটে, কাকলী ঘোষ, নম্রতা পাল প্রমুখরা জানিয়েছেন, রথযাত্রা উপলক্ষ্যে এই ৪টি এলাকাতেই একটা আলাদা উন্মাদনা রয়েছে। এমনিতেই বর্ষাকাল। তার ওপর শনিবার থেকে গোটা এলাকায় বিদ্যুৎ নেই। বিদ্যুৎ না থাকায় তীব্র পানীয় জলের সমস্যাও শুরু হয়। বিদ্যুৎ না থাকায় তাঁরা বারবার জেলা প্রশাসনের সমস্ত দপ্তর, বিদ্যুত দপ্তর, বর্ধমান ১ পঞ্চায়েত সমিতি সহ সমস্ত জায়গায় আবেদন নিবেদন করেছেন। কিন্তু কোনো সুরাহা হয়নি।

এলাকার বাসিন্দা রবীনবাবু জানিয়েছেন, প্রায় একমাস রোজা রাখার পর পৃথিবী জুড়ে মুসলিম ধর্মপ্রাণ মানুষ এই পবিত্র ঈদের দিনটির জন্যই অপেক্ষা করে থাকেন। কিন্তু গত কয়েকদিন ধরেই এলাকায় ব্যাপক লোডশেডিং শুরু হয়। এরপরই শনিবার থেকে এই চারটি এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। গোটা বিষয়টি নিয়ে তাঁরা স্থানীয় বিদ্যুৎ দপ্তরের ষ্টেশন ম‌্যানেজারকেও ফোন করেন। কিন্তু তিনি ফোন তোলেননি। তাই বাধ্য হয়েই তাঁরা রাস্তা অবরোধ করেছেন। এদিকে সকাল থেকে প্রায় ঘণ্টা তিনেক রাস্তা অবরোধ করার পর বর্ধমান থানা থেকে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে হাজির হয়। কিন্তু অবরোধকারীরা সরাসরি জানিয়ে দেন বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক না হওয়া পর্যন্ত তারা অবরোধ চালিয়ে যাবেন। এরপর পুলিশ কর্তারা সরাসরি যোগাযোগের চেষ্টা করেন বিদ্যুৎ দপ্তরের ষ্টেশন ম্যানেজারের সঙ্গে। এই পরিস্থিতির মাঝেই বিদ্যুৎ দপ্তরের একটি টীম লাইন মেরামত করতে আসলে তাঁদেরও আটকে রেখে দেওয়া হয় প্রায় আড়াই ঘণ্টা।

Like Us On Facebook