২৭ জানুয়ারি এলাকার মহিলারা একজোট হয়ে অবৈধ মদের দোকানদারদের সতর্ক করেছিলেন। তারপরও এলাকার অবৈধ মদের দিকানগুলি বেপরোয়া মনোভাব দেখিয়ে অবাধে মদ বিক্রি করায় অন্ডালের শীতলপুর ডায়মন্ড এলাকার মহিলারা সোমবার লাঠি, ঝাঁটা হাতে এলাকার সমস্ত মদের দোকান ভেঙে দিল।

এলাকার মহিলাদের অভিযোগ, স্থানীয় বনবহাল ফাঁড়িতে এলাকার অবৈধ মদের বাড়বাড়ন্ত নিয়ে বার বার অভিযোগ করা সত্বেও বনবহাল ফাঁড়ি নীরব দর্শকের ভূমিকা পালন করছে। তাই নিজেরাই নিজেদের ঘর বাঁচাতে এলাকার সমস্ত মদের দোকান ভেঙে দিলাম। মহিলাদের অভিযোগ, এইসব অবৈধ মদের দোকান থেকে এলাকার পুরুষরা মদ খেয়ে বাড়ির মহিলাদের মারধর সহ নানান অশান্তি করছে।

Like Us On Facebook