গত কয়েকদিন ধরেই বিভিন্ন সোস্যাল মিডিয়ার মাধ্যমে গুজব ছড়াতে শুরু করে সোমবার থেকে অনলাইনে মদ বিক্রি করবে বর্ধমানের কয়েকটি বৈধ মদের দোকান। এরপর সোমবার সকালে বর্ধমান শহরের তিনকোনিয়া এলাকায় একটি বৈধ মদের দোকানে সকাল থেকেই শুরু হয় অবৈধভাবে মদ বিক্রি। সাটারের ফাঁক দিয়েই চলছিল দেদার মদ বিক্রি। একদিকে, যাঁরা অনলাইনে বুকিং করেছেন তাঁদের লাইন, অন্যদিকে যাঁরা মদ বিক্রির খবর পেয়েছেন তাঁরাও এসে হাজির হন মদ কেনার লাইনে। আর তখনই সমস্যা সৃষ্টি হয়।
ইতিমধ্যেই যাঁরা অনলাইনে মদের অর্ডার দিয়েছিলেন তাঁরা চান তাঁদের আগে দিতে হবে, অন্যদিকে সকাল ৯টা থেকে যাঁরা লাইনে দাঁড়িয়েছিলেন তাঁরা চান তাঁদের আগে দিতে হবে। আর এনিয়ে বচসাও শুরু হয়। এরপরই স্থানীয় এক বাসিন্দা পুলিশে খবর দিলে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে হাজির হয়। আটক করা হয় ৩ জনকে। পুলিশের ভয়ে যে যেদিকে পারে ছুটে পালিয়ে যায়। পুলিশ আসার খবর পেয়েই দোকানদার ভেতর থেকে সাটার নামিয়ে দেন। বারবার পুলিশ তাঁদের ডাকলেও কোন সাড়া না দেওয়ায় মালিকপক্ষের দুটি বাইককে পুলিশ বাজেয়াপ্ত করে নিয়ে যায়। পুলিশ সূত্রে জানা গেছে, লকডাউন ভেঙে সরকারি নির্দেশ না মেনে মদ বিক্রির ঘটনায় দোকানের মালিকের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।