বর্ধমান শহরে জিটি রোড সম্প্রসারণের জন্য কেবল ছিঁড়ে জিটি রোড সংলগ্ন কয়েকটি পোস্ট অফিসে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এর ফলে ওই সব পোস্ট অফিসে ব্যহত হচ্ছে স্বাভাবিক কাজকর্ম। বেশ কিছুদিন ধরে পরিষেবা না পেয়ে হতাশ গ্রাহকরা।
বুধবার বর্ধমানের শ্রীপল্লী পোস্ট আফিসের গ্রাহকরা অভিযোগ জানান, দীর্ঘ প্রায় এক মাস যাবৎ তাঁরা ঠিকমত পরিষেবা পাচ্ছেন না। জমা টাকা তুলতে না পেরে তাঁদের সংসার চালাতে সমস্যায় পড়তে হচ্ছে। ডাকঘর কর্তৃপক্ষ ‘লিঙ্ক ফেলিওর’ লিখে তাদের দায় সাড়ছে। এ নিয়ে গ্রাহক ও ডাকঘর কর্মীদের মধ্যে ঝামেলাও বাধছে। যদিও ডাকঘর কর্তৃপক্ষ খুব দ্রুত সমস্যার সমাধান হয়ে যাবে বলে আশ্বাস দিয়েছেন।
Like Us On Facebook