বজ্রাঘাতে মৃত্যু হল স্কুল ছাত্রের। মৃতের নাম মহসিন সেখ। মহসিন কালনা-১নং পঞ্চায়েত সমিতির অর্ন্তগত হাটকালনা গজলক্ষী উচ্চ বিদ্যালয়ের দ্বাদশ শ্রেনির ছাত্র ছিল। সোমবার স্কুলের ছাদে থাকাকালীন অবস্থায় বাজ পড়ে বলে জানা গেছে। অন্যদিকে জামালপুরে বজ্রাঘাতে মারা গেল এক দিনমজুর। মৃতের নাম মহাদেব রায় ( ৫৫ )। জাড়োগ্ৰাম পঞ্চায়েতের দক্ষিণ আটপাড়ার বাসিন্দা তিনি। সোমবার পুকুরে স্নান করার সময় ঝড় বৃষ্টি শুরু হয়। সেই সময় বজ্রপাতে তাঁর মৃত্যু হয়।
Like Us On Facebook