পূর্ব বর্ধমানের ছোটবেলুনে বাজ পড়ে মৃত দুই। শনিবার বিকেল ৫ টা নাগাদ পাড়ার অনান্যদের সাথে মাঠে গরু চরাতে যান ছোটবেলুনের মুকুল ধারা (৩৬) ও হরি মাঝি (৩৯)। তখনই বৃষ্টি নামলে তারা মাঠেরই একটি গাছের নীচে আশ্রয় নেন। এমন সময় হঠাৎই বাজ পড়লে তাঁরা বাজ্রাঘাতে ওইখানেই লুটিয়ে পড়েন। পরে স্থানীয় বাসিন্দারা বর্ধমান হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার তাঁদের দুজনকেই মৃত বলে ঘোষণা করেন।
Like Us On Facebook