.
ঝড়বৃষ্টির সময় বাড়ির উঠোনে তার থেকে কাপড় তুলতে গিয়ে বজ্রপাতে দুই জনের মৃত্যু হল। ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের বুদবুদে। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপুরে হঠাৎ করে ঝড়বৃষ্টি শুরু হলে সোমনাথ গাঙ্গুলি(২২) ও পবন হীরালালজি রাঠি(৩৭) দুজনেই বাড়ির উঠোনে জামা কাপড় তুলতে গেলে বাড়ির উঠোনে নারকেল গাছে বাজপড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই জন মাটিতে লুটিয়ে পড়েন। প্রত্যক্ষদর্শীরা ছুটে এসে দুই জনকে স্থানীয় পুরষা ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসরা দুজনকেই মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয় সূত্রে জানা গেছে, পবন হীরালালজি রাঠি পানাগড়ে সেনাবাহিনীর দমকল বিভাগে কর্মরত ছিলেন। পবনবাবু সোমনাথদের বাড়িতে ভাড়া থাকতেন। মৃতদেহ দুটি বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানা গেছে।
Like Us On Facebook