ঝড়-বৃষ্টি-বজ্রপাতে এক যুবক সহ এক কিশোর ও এক বালক আহত হল। ঘটনাটি ঘটেছে শনিবার ভরসন্ধ্যায় অন্ডালের শ্যামসুন্দরপুর ৩ নং কোলিয়ারি এলাকায়। মৃত যুবকের নাম ডাবলু হরিজন।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রবল দাবদাহের পর শনিবার সন্ধ্যায় প্রবল ঝড়-বৃষ্টি সঙ্গে বজ্রপাত শুরু হয় শ্যামসুন্দরপুর সহ গোটা এলাকায়। সেই ঝড়-বৃষ্টি-বজ্রপাত থেকে বাঁচতে স্থানীয় বাসিন্দা ডাবলু হরিজন, অজয় কুমার রাজভর ও বজরঙ্গী রাজভর তিনজন আশ্রয় নেন স্থানীয় একটি পুকুরের পাড়ে মন্দিরের ঘরে। এইসময় হঠাৎ ওই ঘরে বিকট শব্দে বাজ পড়ায় তিনজন গুরুতর আহত হন। স্থানীয় মানুষ আহত তিনজনকে উদ্ধার করে ইসিএলের বাংকোলা এরিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা ডাবলু হরিজনকে মৃত ঘোষণা করেন। আহত দু’জনের অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?