.
বাজ পড়ে মর্মান্তিক মৃত্যু হল দু’জনের। জানা গেছে, বুধবার ভোরে বর্ধমান হাসপাতালে মারা যান অঞ্জলি সোরেন(৩২)। তাঁর বাড়ি রায়নার সুলতানবাদ গ্রামে। মৃতের পরিবার সুত্রে জানা গেছে, মঙ্গলবার অঞ্জলি সহ আরও অনেকে মাঠে কাজ করছিলেন। সেই সময় আচমকা বাজ পড়ে। ঘটনায় আহত হন পাঁচজন। তাঁদের সকলকেই বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে সেখানেই এদিন ভোরে অঞ্জলিদেবী মারা যান। বাকি চার জনের মধ্যে দু’জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। বাকি দুজনের বর্ধমান হাসপাতালেই চিকিৎসা চলছে। অন্যদিকে, মাঠে কাজ সেরে বাড়ি ফেরার পথে বাজ পড়ে মারা যান গোবিন্দ তুরি(৫২)। তাঁর বাড়ি মেমারির সেখপুরে। মঙ্গলবার বিকেলে কাজ সেরে বাড়ি ফেরার সময় বাজ পড়ে তিনি আহত হন। সন্ধ্যা ৬টা নাগাদ তাঁকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে সেখানে তাঁকে মৃত ঘোষণা করা হয়।
Like Us On Facebook