.

সোমবার বর্ধমানের রমনাবাগান অভয়ারণ্যে ফের কালী প্রসব করল একটি বাচ্চা। ফলে বনদফতরে খুশীর হাওয়া। কিন্তু এখনও পর্যন্ত বাঘিনী কালীর কাছে কেউই পৌঁছাতে পারেননি। সিসিটিভির মাধ্যমে চলছে প্রতিমূহূর্তের নজরদারি। বর্ধমান বনদফতর সূত্রে জানা গেছে, গত বছর লকডাউনের মাঝেই বর্ধমান রমনাবাগান অভয়ারণ্যে থাকা কালী ও ধ্রুবর মিলনে একটি সন্তান হয়। কিন্তু কিছুদিন পরই সেই বাঘের বাচ্চার আর কোন হদিশ মেলেনি। যা নিয়ে সৃষ্টি হয় ব্যাপক বিতর্ক। পরবর্তীকালে তদন্ত করে বনদফতর থেকে জানানো হয় কালীই তার বাচ্চাকে খেয়ে ফেলেছে। গত সোমবার কালী ফের প্রসব করেছে একটি বাচ্চা। বনদফতর সূত্রে জানা গেছে, যেহেতু এখন বাঘিনীর ধারে কাছে পৌঁছানো যাচ্ছে না, তাই বাচ্চাটির লিঙ্গ নির্ধারণও সম্ভব হয়নি। সিসিটিভি মারফত নজরদারি করা হচ্ছে। পাশাপাশি দুশ্চিন্তাও রয়েছে গতবারের মতই কালী তার বাচ্চাকে বাঁচিয়ে রাখবে কিনা তা নিয়ে। যদিও বনদফতর সূত্রে জানা গেছে, আপাতত কালী ও ধ্রুবকে আলাদা খাঁচায় রাখা হয়েছে।

Like Us On Facebook