বর্ধমান রমনাবাগানের আকর্ষণ বাড়াতে চলেছে ধ্রুব ও কালীর দ্বিতীয় সন্তান। মঙ্গলবারই প্রকাশ্যে এল কালীর দ্বিতীয় সন্তানের ছবি। এতদিন ধরে রীতিমত কঠোর নজরদারির মধ্যে রাখা হয়েছে মা চিতা কালী এবং তার দ্বিতীয় সন্তানকে। গত ১২ এপ্রিল কালী এই দ্বিতীয় সন্তান প্রসব করে। তারপরই কালীর কাছ থেকে পুরুষ চিতা ধ্রুবকে অন্য খাঁচায় সরিয়ে দেওয়া হয়।

উল্লেখ্য, গতবছর লকডাউনের সময় কালী প্রথম সন্তান প্রসব করেছিল। কিন্তু তার কিছুদিন পরই সেই চিতা শাবককে আর দেখা যায়নি। যা নিয়ে গোটা বনদফতর তোলপাড় হয়। পরে জানা যায়, কালীই তার সন্তানকে খেয়ে ফেলেছে। ফলে কালীর দ্বিতীয় সন্তান হওয়ার পরই প্রতিমুহূর্তে সিসিটিভির মাধ্যমে নজরে রাখা হয়েছিল কালী আর তার দ্বিতীয় এই পুত্র সন্তানকে। বনদফতর সূত্রে জানা গেছে, কালীর এই দ্বিতীয় সন্তান ৫০ দিন পার করে দিয়েছে। তবে এখনই তাদের দর্শকদের জন্য সামনে আনা হচ্ছে না। আরও কয়েকদিন পর তাদের দর্শকদের সামনে নিয়ে আসা হবে। আর ইতিমধ্যেই এই চিতা শাবককে নিয়ে কৌতূহল সৃষ্টি হয়েছে দর্শকদের মধ্যে।

Like Us On Facebook