গবাদি পশু কেনাবেচার বিরুদ্ধে কিছু নিষেধাজ্ঞা জারী করেছে কেন্দ্রীয় সরকার। অভিযোগ, একাধিক রাজ্যে গো-রক্ষার নামে তান্ডবও চালাচ্ছে বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠনগুলি। আর এর বিরুদ্ধেই পথে নামল বামপন্থী দলগুলি। কেন্দ্রের এই কালাকানুন প্রত্যাহারের দাবিতেই সারা রাজ্য জুড়েই শুক্রবার তাঁরা বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এর অঙ্গ হিসাবেই কার্জনগেট চত্বরে বর্ধমান জেলা কৃষক সভার পক্ষ থেকে পালন করা হয় এই কর্মসূচি। উপস্থিত ছিলেন রাজ্য ও জেলাস্তরের নেতৃত্ব ও কর্মীরা। এদিনের এই কর্মসূচিতে নরেন্দ্র মোদীর কুশপুত্তলিকাও দাহ করা হয়।

Like Us On Facebook