শিল্পাঞ্চল-কয়লাঞ্চল রক্ষার্থে, দর্গাপুর পৌরসভার ভোট লুঠ সহ সিপিএম এর জাঠা কর্মসূচি সফল করতে দুর্গাপুর রেল স্টেশনের সামনে দুর্গাপুরের ১৩টি বাম গণ সংগঠনের ডাকে এক বিশাল জনসভা হয় বুধবার। এই সভায় সিপিএম নেতা পঙ্কজ রায় সরকার সহ ১৩টি বাম গণ সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।

Like Us On Facebook