আগামী মার্চ মাসেই চালু হতে চলেছে বর্ধমানের রেলওয়ে ওভারব্রিজ। দীর্ঘ প্রতিক্ষিত ওভারব্রীজ চালু হলে একদিকে যেমন কমবে যানজট অন্যদিকে পূর্ব বর্ধমানও নতুন করে জায়গা করে নেবে রেলওয়ে মানচিত্রে। কারণ ভারতীয় রেলের ইতিহাসে রেল লাইনের ওপর দিয়ে এটাই দীর্ঘতম ঝুলন্ত ব্রিজ যা কেবলমাত্র দুটি পিলারের মাধ্যমে ঝুলে আছে। এই ব্রিজ নির্মাণ করছে রেল বিকাশ নিগম লিমিটেড।

ব্রিজের কাজ কয়েক মাস আগেই সম্পূর্ণ হলেও ব্রিজ সংলগ্ন কিছু জমি নিয়ে তৈরি হয় জটিলতা। অবশেষে জেলা প্রশাসনের উদ্যোগে জমির মালিকদের চাহিদা মত দাম মিটিয়ে দেওয়ার পরেই খুললো জট। প্রায় ৫১ জন জমিদাতাকে মোট ২৭ কোটি টাকার মতো ক্ষতিপূরণ তুলে দেওয়া হয়েছে। মোট ১১৫ ডেসিমেল মতো জমির দরকার থাকলেও এখন পর্যন্ত ১০০ ডেসিমেল জমি পাওয়া গিয়েছে। বাকি ১৫ ডেসিমেলও দ্রুত পাওয়া যাবে বলেই জানানো হয়েছে জেলাপ্রশাসনের তরফে। সোমবার আনুষ্ঠানিক ভাবে জেলাপ্রশাসনের তরফে এই ১০০ ডেসিমেল জমি তুলে দেওয়া হয় রেলকর্তৃপক্ষের হাতে। জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব জানিয়েছেন বাকি জমির সমস্যাও শীঘ্রই মিটে যাবে।

Like Us On Facebook