.
কেন্দ্রীয় সরকারের নীতির ফলে মধ্যবিত্ত ও নিম্নবিত্তের জীবনে সঙ্কট ঘনিয়ে এসেছে। শনিবার বর্ধমান শহরে সংস্কৃতি লোকমঞ্চে ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস এমপ্লয়ীজ ইউনিয়নের রাজ্য সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে একথা বললেন পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, রাজ্যে রাজ্যে কৃষকদের ক্ষোভ বিজেপিকে কয়েকটি রাজ্যে হারিয়েছে। সহায়ক মূল্য ঘোষণা হলেও তা প্রকৃত চাষিরা পাচ্ছেন না। দেশনেত্রী হিসেবে আগামী দিনের লড়াইতে নেতৃত্ব দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বর্তমান রাজ্য সরকার কর্মচারি-বান্ধব। তারা ইতিমধ্যেই কর্মচারি-স্বার্থে বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন। আগামীদিনেও নায্য দাবি থাকলে তা বিবেচিত হবে। তিনি বলেন, জানুয়ারি মাসে রাজ্য সরকারি কর্মীদের ১৮ শতাংশ ডিএ দেওয়া হবে। যদিও বকেয়া পাওনা সহ বিভিন্ন বিষয়ে সরকারি কর্মীদের যে ক্ষোভ রয়েছে তা বিভিন্ন বক্তার বক্তব্যে উঠে আসে।