ফের বর্ধমান শহরে গোখরো সাপ উদ্ধারে চাঞ্চল্য ছড়াল। বুধবার সকালে বর্ধমানের বিবেকানন্দ কলেজ মোড় এলাকার একটি বেসরকারি সংস্থার শপিং কমপ্লেক্সের ভিতর থেকে বিশালাকৃতির গোখরো সাপটি উদ্ধার করা হয়েছে। সাপটির আনুমানিক বয়স প্রায় ১৫ বছর। লম্বায় প্রায় সাড়ে ৫ ফুট।

বর্ধমান শহরে এতো বড় সাপ সম্প্রতি ধরা পড়েনি বলে বনদফতর সূত্রের খবর। শপিং কমপ্লেক্সের কর্তৃপক্ষকে সতর্ক করে জানানো হয়েছে নিয়মিত স্টোর রুম সহ অব্যবহারের জিনিসপত্র যে জায়গাগুলোতে মজুদ করা থাকে, সেইসব জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য। এদিকে শীত শুরুর মুখেই বর্ধমানে প্রায় রোজই বিষধর সাপ উদ্ধার হতে থাকায় শহরবাসীর মধ্যে আতঙ্ক তৈরী হয়েছে।

অন্যদিকে, শহরের রাখাল পিরতলা এলাকার বাসিন্দা দীপঙ্কর দেবের বাড়ি থেকে একটি ফুট দেড়েকের বাচ্চা গোখরো সাপ উদ্ধার করা হয়েছে বলে বনবিভাগ সূত্রে জানা গেছে। প্রসঙ্গত, এই একই জায়গায় গত দু’দিন আগে বনদফতরের কর্মীরা এক গৃহস্থের বাড়ি থেকে একটি গোখরো উদ্ধার করেছিল। আজ ফের একই এলাকার অন্য একটি বাড়ি থেকে সাপ উদ্ধার হওয়ার পর আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। এলাকাবাসীদের অনুমান আরও সাপ কোথাও না কোথাও লুকিয়ে থাকতে পারে। তাই সকলকে সচেতন থাকার আবেদন জানানো হয়েছে।

Like Us On Facebook