সরকারি বাসে মহিলা যাত্রীর শ্লীলতাহানির অভিযোগে এক যুবককে গ্রেফতার করল বর্ধমান থানার পুলিশ। ধৃতের নাম মহম্মদ শরিফ। বাড়ি মঙ্গলকোট থানায়।
পুলিশ সূত্রে জানা গেছে, কলকাতার বিধাননগর থানার কেষ্টপুরের বাসিন্দা এক মহিলা সরকারি বাসে বিধাননগর থেকে বর্ধমান আসছিলেন। পিছনের সিটে বসেছিলেন শরিফ। ওই মহিলার অভিযোগ শরিফ পিছনের সিটে বসে তাঁকে উত্যক্ত করছিলেন এবং প্রতিবাদ করলে শ্লীলতাহানির চেষ্টা করেন। ওই মহিলা ১০০ ডায়ালে ফোন করে পুলিশকে জানান। এরপর বর্ধমানের উল্লাস মোড়ে বাসটি পৌঁছলে পুলিশ ওই যুবককে আটক করে থানায় নিয়ে যায়। ভুক্তভোগী মহিলা থানায় অভিযোগ দায়ের করেন। ধৃতকে সোমবার বর্ধমান আদালতে পেশ করলে আদালত ধৃতকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়ে মঙ্গলবার ফের ধৃতকে আদালতে হাজির করানোর নির্দেশ দেন।
Like Us On Facebook