নির্মীয়মাণ রেলওয়ে ওভারব্রিজের সংযোগকারী উড়ালপুলের কাজ চলাকালীন লোহার পাত পড়ে গিয়ে দুর্ঘটনায় আহত হলেন পেশায় পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাঙ্কের এক মহিলা কর্মী। আহতের নাম মালবিকা দাস( ৫৮)। বাড়ি বর্ধমান শহরের কালনাগেটের খাঁ পুকুরে। দুর্ঘটনাটি ঘটেছে বর্ধমান স্টেশনের পালিকা বাজারের সামনে। আহত মহিলা তাঁর জামাতা সাধন কুমার প্রামানিকের সঙ্গে মোটর বাইকে চেপে সোমবার বিকেল ৪টে নাগাদ তিনকোণিয়া বাসস্ট্যাণ্ড থেকে বাড়ি ফিরছিলেন। সেই সময়েই নির্মীয়মাণ উড়ালপুলের উপর থেকে লোহার পাত খুলে পড়ে যায়। কাঁধে চোট পান ওই মহিলা।
কর্মরত শ্রমিক এবং স্থানীয় ব্যবসায়ীরা আহত মহিলাকে উদ্ধার করে বর্ধমান হাসপাতালে নিয়ে যান। স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ নিরাপত্তার যথেষ্ট ব্যবস্থা না করেই এই ব্রিজের কাজ করে চলেছে ঠিকাদার সংস্থা। আর তার ফলেই এই দুর্ঘটনা। প্রতিবাদে বেশ কিছুক্ষণ জিটি রোড আটকে বিক্ষোভও দেখান তাঁরা। পরে বর্ধমান থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় বাসিন্দা সেখ রতন জানান, রেলের উচিত বিষয়টির গুরত্ব বুঝে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করা। অন্যথায় যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে কোন বড়ো ধরনের ঘটনা। অন্যদিকে এ প্রসঙ্গে ওই ঠিকাদার সংস্থার প্রজেক্ট ম্যানেজার মনোজ ঘোষ জানিয়েছেন, জিটি রোডের সংকীর্ণতার কারণে প্রাথমিকভাবে কাজের এলাকা থেকে ৭ মিটার দূরে যে ব্যারিকেড দেওয়ার কথা তা অনেকটাই কাছে নিয়ে আসতে হয়েছে। যদিও তার জন্য আরও বাড়তি লোক নিয়োগ করা হয়েছে নিরাপত্তার দিকটি দেখার জন্য। তারপরও একটি ঘটনা ঘটেছে শোনা মাত্রই আমরা ব্যবস্থা গ্রহণ করেছি। পাশাপাশি ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা আর না ঘটে সেদিকটিও দেখা হচ্ছে।