যাত্রী তোলা নিয়ে রেষারেষির জেরে নির্দিষ্ট বাস স্টপেজের আগেই চলন্ত বাস থেকে এক মধ্যবয়স্কা মহিলা যাত্রীকে জোর করে নামিয়ে দেওয়ার অভিযোগ বাসকর্মীদের বিরুদ্ধে। সেই সময়ই বাস থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হলেন পেশায় আইসিডিএস কর্মী রানু নন্দী। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল বর্ধমান শহরের কালীবাজার মোড় এলাকায়। অভিযোগ ঘটনার পরই আলিশা-নবাবহাট রুটের বাসটিকে মাঝ রাস্তাতেই ফেলে দিয়ে পালিয়ে যান বাসকর্মীরা। এমনকি মহিলাকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ারও প্রয়োজন বোধ করেনি তারা। পরে স্থানীয় কয়েকজন ব্যবসায়ী নিজেরাই উদ্যোগ নিয়ে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন রানু দেবীকে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বর্ধমান থানার পুলিশ, বাসটিকে আটক করেছে পুলিশ।
Like Us On Facebook