খোলা মাঠে ছিড়ে পড়ে থাকা বিদ্যুতের তারের সংস্পর্শে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক মহিলার, গুরুতর আহত ওই মহিলার ছেলেও। অনেক খোঁজাখুঁজির পর মাঠের মধ্যে মাকে পড়ে থাকতে দেখে উদ্ধার করতে গেলে ছেলেও বিদ্যুৎস্পৃষ্ট হন। বিদ্যুত্যের তার ছিড়ে মাটিতে পড়ে থাকার জন্যই বিদ্যুৎস্পৃষ্টের ঘটনা বলে দাবি স্থানীয়দের। মৃত মহিলার নাম আশা দাস ও আহত ছেলের নাম রাহুল দাস। ছেলে বর্ধমান হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় মানুষের অভিযোগ, বার বার বলা সত্ত্বেও জনবহুল এলাকার উপর থেকে তার না সড়ানোর ফলেই এই ঘটনা। পরে বিদ্যুৎ দফতরের গাফিলতির অভিযোগ তুলে ও বিদ্যুতের লাইন সরানোর দাবিতে রাস্তা অবরোধ করেন স্থানীয়রা। ঘটনাকে কেন্দ্র করে বর্ধমান কালনা রোডের রামনগরে প্রায় ৪ ঘন্টা ধরে রাস্তা অবরোধ করেন গ্রামবাসীরা। ঘটনাস্থলে আসে শক্তিগড় থানার পুলিশ ও র্যাফ। পরে পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে।