গলসি ও জামালপুরের পর এবার অস্থায়ী বাঁশের সেতু পাড় করতে গিয়ে দামোদরের জলে তলিয়ে গেলেন রেহেনা বেগম নামে এক মহিলা। দুর্ঘটনাটি ঘটেছে বর্ধমানের রায়নার দামোদরের নদের উপর শম্ভুপুরের অস্থায়ী বাঁশের সেতুতে। রাত্রিতে ছেলে লালন সেখ মা রেহেনা বেগমকে মোটর বাইকে নিয়ে বড়শুলে ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরছিলেন। অস্থায়ী সেতুতে ওঠার পর মা রেহেনা বেগম মোটর বাইক থেকে নদীর জলে পড়ে যান। লালন বাইক রেখে নদীর জলে ঝাঁপ দেন। তবুও লালন মাকে দামোদরের জল থেকে উদ্ধার করতে পারেন নি। রেহেনা বেগম দামোদরের জলে ভেসে যান। লালনের বাড়ি রায়নার চক্ষণজাদি গ্রামে।

Like Us On Facebook