ফের ডাইনী সন্দেহে এক আদিবাসী মহিলাকে বেধড়ক মারধোর করার অভিযোগ উঠল গ্রামের আদিবাসী মোড়লের বিরুদ্ধে। গুরুতর আহত মহিলাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত মহিলার দিদি জানিয়েছেন, বেশ কিছুদিন ধরেই গ্রামের এক যুবক জ্বরে ভুগছে। তার জ্বর ছাড়ছে না। গত শুক্রবার বোনের বাড়ি থেকে ২৫০ টাকা চুরি যায়। আর সে ব্যাপারেই রবিবার বিকালে বোন গ্রামের মোড়লের কাছে অভিযোগ জানাতে যান। নির্যাতিতার দিদি জানিয়েছেন, এই সময়ই গ্রামের মোড়লের নেতৃত্বে কয়েকজন বোনকে ডাইনী আখ্যা দিয়ে বেধড়ক মারধোর করতে শুরু করে। মারের চোটে তিনি জ্ঞান হারালে তাকে আউশগ্রাম থানার বননবগ্রাম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু অবস্থার অবনতি হলে তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। বর্ধমান হাসপাতালের চিকিৎসকরা নির্যাতিতার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়ে তাকে কলকাতায় স্থানান্তরিত করেছেন। কিন্তু কলকাতায় নিয়ে যাবার মত তাঁদের কোনো আর্থিক সামর্থ্য নেই। কার্যত অসহায় অবস্থার মধ্যে পড়েছেন। এদিকে, এই ঘটনায় এখনও পর্যন্ত আউশগ্রাম থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি বলে আউশগ্রাম থানার পুলিশ জানিয়েছে।